Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২১-২২ অর্থ বছরের বয়স্ক/বিধবা/প্রতিবন্ধী উপকারভোগীর প্রথম কিস্তির পেরোল
বিস্তারিত
এতদ্বারা মাগুরা জেলার সদর উপ‌জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শালিখা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির ২০২১-২২ অর্থ বছরের প্রথম কিস্তির (জুলাই/২১-সেপ্টেম্বর/২১ মাসের) পে-রোল প্রেরণ করা হচ্ছে। আইবাস ( Ibas++ ) হতে অনুমোদনের পর সরাসরি বাংলাদেশ ব্যাংক হয়ে খুব দ্রুতই "নগদ ওয়ালেট" এর মাধ‌্যমে তিন মা‌সের ভাতার অর্থ ভাতা‌ভোগীর মোবাই‌লে পৌঁছে যাবে। দয়া ক‌রে কোন ভাতা‌ভোগী মোবাই‌লে অন‌্য সীম ঢুকা‌বেননা/মোবাইল বন্ধ রাখ‌বেন না।
উল্লেখ্য যে, সরকার কর্তৃক উপকারভোগীদের অনুকূলে ক্যাশ-আউট চার্জসহ অর্থ প্রদান করা হবে বিধায় সংশ্লিষ্ট এজেন্ট পয়েন্ট হতে ভাতাভোগীগণ তার প্রাপ্য সম্পূর্ণ টাকাই পাবেন, এবং এজেন্ট পয়েন্টে কোন অতিরিক্ত ফিস প্রদান করতে হবে না। জনসাধারণকে এজেন্ট পয়েন্টে অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া ভাতা‌ভোগীর নগ‌দের পিন নম্বর তার একান্তই ব্যক্তিগত বিষয়। কোনক্রমেই পিন নম্বর অন‌্য কা‌রো নিকট শেয়ার করা যাবে না। সমাজসেবা অফিসে কোন ক্ষেত্রেই দাপ্তরিক কাজে পিন নম্বরের প্রয়োজন হয় না বিধায় কোন প্রতারকচক্র ফোন করে "সমাজসেবা অফিস বা নগদ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে বলছি" মর্মে কিংবা সরাসরি পিন নম্বর চাইলে সেটি দেয়া যা‌বে না।
ভাতার অর্থ প্রদানের ক্ষেত্রে কারো নিকট থেকে কোন এজেন্ট পয়েন্টে অতিরিক্ত ফিস আদায় করলে কিংবা কোন প্রকার হয়রানি করলে তাৎক্ষণিক উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, সদর / উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার, সদর /সদর থানা অ‌ফিসার্স ইনচার্জ/সং‌শ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে উক্ত বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিঃদ্রঃ~ সরকা‌রি ভাতা পে‌তে কোন টাকা লা‌গেনা, দয়া ক‌রে কাউ‌কে এক‌টি টাকাও দি‌বেন না।
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2021